জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলিপুর গ্রামের আসাদুল হকের ছেলে কিশোর প্রত্যয় (১৭) মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। গতকাল শুক্রবার দিনগত রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রতক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রত্যয় জীবননগর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এ সময় পথচারীরা মুমূর্ষু অবস্থায় প্রত্যয়কে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে প্রত্যয়কে ঢাকায় নেয়ার পথে রাত ১২টাময় তার মৃত্যু হয়। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে প্রত্যয়ের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.