জীবননগর ব্যুরো: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর ব্যপক গণহত্যার প্রতিবাদে, মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে জীবননগরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর কাপড় ব্যবসায়ী সমিতির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করা হয়। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জন ও ইহুদিবাদী দেশটিকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও বিক্ষোভ থেকে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন, ‘বয়কট ইসরায়েল, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ‘ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রিথ, ‘নিউইয়র্ক উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রিসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন জীবননগর কাপড় ব্যবসায়ী কমিটির সভাপতি আলমাছ উদ্দিন ডাবলু, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন ময়েন, কোষাধাক্ষ আব্দুস সালাম, সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ , মশিউর রহমান, বখতিয়ার রহমান, লাল্টু। এছাড়াও বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ মুসল্লী ও সকল কাপড় ব্যবসায়ীগণ। বিক্ষোভ সমাবেশে তারা ইসরাইলের সকল পণ্য বয়কট, কোন ব্যবসায়ী এই সকল পণ্য বিক্রয় করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা, দলমত নির্বিশেষে সকলেই ইসরাইলি পণ্য ক্রয় বিক্রয় বিষয়ে সচেতন থাকার কথা বলেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.