আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগরে বজ্রপাতে হালচাষ করা অবস্থায় এক কৃষকসহ একটি মহিষের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় জীবননগর উপজেলার পাঁকা গ্রামের কুসোগাড়ির মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া নজরুল ইসলাম (৪৮) জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের মৃত ফরিদ ম-লের ছেলে। খবর পেয়ে রাত ৮টায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দীন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান নিহতের বাড়িতে যান এবং নিহতের পরিবারের সদস্যদেরকে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের স্ত্রী বিলকিস খাতুনের হাতে নগদ ১০ হাজার টাকাসহ ১০ কেজি চাল, ডাল, তেল, সেমাই, আলু ও সাবান দেয়া হয়েছে। নিহতের স্ত্রী বিলকিস খাতুন জানান, গতকাল সোমবার সকাল ৮টার সময় তার স্বামী নজরুল ইসলাম গ্রামের কুসোগাড়ির মাঠে পরের জমিতে হালচাষ করতে যায়। বেলা ১২টার দিকে হালচাষ করা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার স্বামী নজরুল ইসলাম মারা যায়। জীবননগর থানা ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।