জীবননগর ব্যুরো: সারাদেশ জুড়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধির প্রতিবাদে এবং ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মত্যুদন্ডের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে করা হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। গতকাল মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্রাইড শিক্ষা পরিবার শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
বেলা ১২টায় জীবননগর বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমবেশ হতে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক সোহেল পারভেজ, প্রাইড পরিবারের পরিচালক মাসুদ রানা, রিমন রহমান ও ফিরোজ আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানান, সারাদেশ জুড়ে যেভাবে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে তাতে স্কুল-কলেজের ছাত্রীরা চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা নিরাপদ বাংলাদেশ চাই এবং সেই সাথে ধর্ষকের সব্বোর্চ শাস্তি ‘প্রকাশ্যে ফাঁসির’ দাবি জানাচ্ছি।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.