জীবননগরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের চেক বিতরণ অনুষ্ঠানে এমপি টগর

বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর বলেছেন, বাংলাদেশের উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছেছে। জাতির জনকের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অবহেলিত এই জনপদের উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতো। সারা বাংলাদেশসহ আমাদের এলাকায় রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষাভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। এসব উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি-জামায়াত। তারা অহেতুক অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করার পাঁয়তারা করছে। একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-বিএনপি যতই অরাজকতা সৃষ্টি করুক না কেনো এদেশের জনগণ তা শক্তহাতে প্রতিহত করবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ঘটে। রাস্তা-ঘাট, বিদ্যুৎ, স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়ন ঘটে। বর্তমান সরকারের মতো অতীতের কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছেন। জীবননগর উপজেলায় সকল রাস্তা-ঘাটের উন্নয়ন করা হয়েছে। উন্নয়ন হতে আর তেমন কোন রাস্তা অবশিষ্ট নেই। তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার সকাল ১১টায় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ের নির্বাচনী এলাকা ভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা প্রমুখ। এছাড়া জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টনসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৭২টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More