জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদের ৮ম বার্ষিকী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে জীবননগর পাইলট হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি ফখরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন বাগেরহাট আল জমিয়াতুল আরাবিয়া দারুল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা জাকারিয়া সাহেব। বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি আলহাজ মুফতি জুনাইদ আল হাবিবী ও সেক্রেটারি আলহাজ মুফতি মুস্তাফা কামাল কাসেমী। জীবননগর উপজেলা পরিষদের সেক্রেটারি মুফতি শাহ হামাল ইসলামী এ মহা সম্মেলন সঞ্চালনা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.