জীবননগর ব্যুরো: তীব্র এ শীতের মধ্যে জীবননগরে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার শহরের আইএফআইসি ব্যাংক শাখায় এ কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি এম আর বাবু উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে এ শীতবস্ত্র তুলে দেন। প্রায় শতাধিক দরিদ্র নারী-পুরুষ এ শীতবস্ত্র গ্রহণ করেন। ব্যাংকের সহকারী ব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
দীর্ঘ ১৬ বছর পর ভূমিদস্যুদের থেকে দখলমুক্ত হলো সরকারি ৬৭ একর জমি
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.