হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য ও তারানিবাস গ্রামের মোশারেফ হোসেন মালিথার বড় ছেলে মহি উদ্দীন মহি (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….. রাজেউন)। গত রবিবার রাত ৩টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা চলাকালীন তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের তারানিবাস গ্রামের মোশাররফ হোসেন মালিথার বড় ছেলে মহি উদ্দীন মহি (৫৫) তিনি হাসাদাহ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য ছিলেন। মৃত্যুকালে ২ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। তিনি হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার কিছুদিন পর হাসাদাহ ইউনিয়ন পরিষদের এক মহিলা মেম্বারের সাথে দ্বিতীয় বিয়ে করে হাসাদাহ বাজারের কাঠপট্টিতে ঘর ভাড়া করে স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন।
মহিউদ্দীন মহির দিত্বীয় স্ত্রী বলেন, আমার স্বামী কিছুদিন ধরে জ্বর, শরীর দুর্বল এবং থেকে থেকে বমি হচ্ছিলো। হঠাৎ করে গালে ঘা দেখা দিয়েছিলো। বেশি অসুস্থ দেখা দিলে যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসা চলাকালীন জানতে পারি জন্ডিসে আক্রান্ত হয়েছে এবং জন্ডিস লিভারে আক্রমণ করেছে। রোববার রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে সংবাদ পাই। সকালে মহিউদ্দীন মহির মরদেহ সকালে নিজ গ্রাম তারানিবাসের বাড়ীতে আনা হয়। পরে যোহর নামাজের পর জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.