জীবননগর ব্যুরো: জীবননগরে বিদ্যুতায়িত হয়ে মুজিবুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুল হক (১৬) সেনেরহুদা গ্রামের পশ্চিমপাড়ার কলা ব্যবসায়ী বজলুর রহমানের ছোট ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের বসত বাড়িতে টিউবওয়েলের পানির নালা তৈরি করতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক মোটরের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় মুজিবুল হক। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুজিবুল হক ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন। জীবননগর থানার ওসি এস.এম জাবীদ হাসান বলেন, সেনেরহুদা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.