হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের ৬নং ওয়ার্ড ঘুসিপাড়ায় বসত জমি ক্রয়ের নামে জোর করে বসত বাড়ী ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করার অভিযোগে জমির মূল মালিক মমেনা বেগম গত রবিবার সন্ধ্যায় হাসাদাহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে মমেনা বেগম (৬৫) বলেন, হাসাদাহ ঘুষিপাড়ায় আমার বাপের সুত্রে ৫ কাটার একটু বেশি জমি আমার ভাগে পড়ে। ওই জমির ওপরে আমার ভাই রহিম বকস্রে ছেলে মমিন উদ্দিন (৪৬) গত ২০-২৫ বছর যাবদ ওই স্থানে পরিবার নিয়ে বসবাস করছে। এমন অবস্থায় একই পাড়ার মৃত আহাম্মদ আলীর ছেলে মমিন উদ্দিন (৪৮) আমার জমি ক্রয় করেছে বলে দাবি করছে। এ বিষয়ে আমার ভাইপো মমিন উদ্দিন আমাকে বিষয়টি বলে এবং কোর্টে একটি মামলা দায়ের করা হয়। তিনি আরো বলেন, হঠাৎ করে গত রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মৃত আহম্মেদ আলীর ছেলে মমিন উদ্দিন (৪৮), মমিন উদ্দিনের ছেলে ইমন হোসেন (২৬), মৃত সদর আলীর ছেলে পেয়ার আলী (৩৫) ও শহিদুল ইসলামের ছেলে আকাশ (২৫), মৃত মফিজ উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন (৩০), আয়ুব আলীর ছেলে আশাদুল আশা (৩৫) সহ আরো বেশকিছু লোকজন আমাদের বাড়ীতে গিয়ে ভাঙচুর করে এবং ঘরের আসবাব পত্র তছনছ করে। এ সময় আমার ভাইপোর স্ত্রী মমতাজ খাতুন ও তার মেয়ে সুমি খাতুনকে মারধর করে তারা। আমার ভাইপো চা বিক্রি করে সংসার চালায়। সে এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে রয়েছে। প্রশাসনের কাছে আমি আর আমার ভাইপোর দাবি সঠিক বিচার চাই।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.