জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৬৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল রোববার বেলা ৩টায় ট্রেনটির মালবাহী বগি থেকে মালিকবিহীন অবস্থায় এ হেরোইন উদ্ধার করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন উথলী বিওপির বিজিবি সদস্যরা রোববার বেলা ৩টায় সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে উথলী রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ট্রেনটির মালবাহী বগি থেকে মালিকবিহীন অবস্থায় ৮৬৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এদিকে একই বিওপির বিজিবি সদস্যরা রোববার ভোরে সীমান্তের মেইন পিলার ৭০/২-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আখ সেন্টারের পাশে পাকা রাস্তার ওপর হতে ১৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করে। নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এছাড়া গত পরশু শনিবার রাত সাড়ে ৮টায় উথলী বিওপির বিজিবি সদস্যরা হাবিলদার মোহাম্মদ রমজান আলীর নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ৭৫/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দবাড়ীয়া গ্রামের কেরু অ্যান্ড কোম্পানির আখ ক্ষেতের মধ্য হতে ১২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১১৭পিস ইমিটেশন গহনা উদ্ধার করে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.