জীবননগরের আন্দুলবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া খাতুন ওরফে বিলাসী আক্তার (১৬) গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে দুর্ঘটনায় আহত হয় এ শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত হওয়ায় তার আর পরীক্ষা দেয়া হলো না। পুলিশ ও পরীক্ষার্থী সূত্রে জানা গেছে, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া খাতুন সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে পাখিভ্যানযোগে আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে পৌঁছালে ঢাকা মেট্রো ট-১৩-৫৪৩৭নং ট্রাকটি ধাক্কা দিলে পাখিভ্যান থেকে ছিটকে পড়ে তিনি গুরুত্বর আহত হন। খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করে শাহাপুর ক্যাম্প হেফাজতে নিয়েছে। চালক অবস্থা বেগতিক দেখে ট্রাক ফেলে পালিয়ে গেছে। আহত সুমাইয়া খাতুন কেডিকে (কাশিপুর, দেহাটি ও খয়েরহুদা) ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও দেহাটি গ্রামের পোস্ট অফিস পাড়ার মইদুল ইসলামের মেয়ে। আহতকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, তাকে গতকালই উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহাপুর ক্যাম্প ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মাথাভাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More