আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে টিন কেটে চুরির অভিযোগে রাজন (৩০) নামের এক পেশাদার চোরকে আটক করে গণধোলায় দিয়েছে জনতা। গতকাল বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা সাফদারপুর বাজারে তাকে স্থানীয় জনতা আটক করে গণধোলায় দেয়। আটক রাজন আন্দুলবাড়িয়া বাজারে হৃদয় ট্রেডার্স, উথলী বাজারে রাজ ট্রেডার্স ও চপল হার্ডওয়্যারে টিন কেটে চুরি করার কথা অকপটে স্বীকার করে সমুদয় ক্ষতিপূরণ দেয়ার অঙ্গিকারনামায় স্বাক্ষর করে অবশেষে মুক্ত হয়েছে। চোর রাজনের সাথে যশোরের এক থলেনদার জড়িত বলে তার স্বীকারোক্তি মতে জানা গেছে। আটক পেশাদার চোর রাজন কোটচাঁদপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। সাফদারপুর পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই আব্দুল কুদ্দুস মাথাভাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সম্প্রতি জীবননগর উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে আলোচিত চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চোর শনাক্ত ও আটক করার প্রচেষ্টা চলছিল। এরই মধ্যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে জনতা চোর শনাক্ত করে। গতকাল বুধবার দুপুরে সাফদারপুর বাজারে পেশাদার চোর রাজনকে ঘুরাফেরা করতে দেখে স্থানীয় জনতা আটক করে গণধোলায় দেয়। এ সময় চুরির সাথে জড়িত থাকার দায় স্বীকার করে ক্ষতিপূরণ দেয়ার অঙ্গিকার করায় সে অঙ্গিকার নামায় স্বাক্ষর দিয়ে মুক্ত হয়। এ সময় তার স্বীকারোক্তি মতে যশোরের এক থলেদার জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে সাফদাপুর পুলিশ ফাঁড়ির টুআইসি আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা তুলে ধরে মাথাভাঙ্গাকে বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা জানান আসামির সাথে বাদী আপোষ মীমাংসা হয়ে গেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.