আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় এক নারীসহ ৪ যুবককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ৫টি বাড়িতে হোম কোয়ারেন্টিনের স্টিকার মেরে লকডাউন করে দিয়েছে। পুলিশসূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহিদ হোসেন (২৪), খন্দকার সেলিম উদ্দিনের ছেলে খন্দকার সলেমান হোসেন (২১) ও রাজধানীপাড়ার মীর ওহিদুর রহমান বুলু স্ত্রী সালমা খাতুন (২৫), পাঁকা গ্রামের মুরালী হালদারের ছেলে ষষ্টি হালদার (২৫) ও মৃত তুরাব আলীর ছেলে ফিরোজ আলম (৩০) সম্প্রতি ঢাকা ও বাইরে থাকতেন। তারা বাড়িতে ফেরার খবর পেয়ে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান ও টুআইসি এ এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স বাড়িতে গিয়ে হোমকোয়ারেন্টির স্টিকার মেরে বাড়ি লকডাউন করে দেন। তবে হোমকোয়ারেন্টিতে রাখা ব্যক্তিদের সর্দি, কাশি ও জ্বরসহ করোনার উপসর্গ রয়েছে কিনা পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। অপরদিকে আন্দুলবাড়িয়া হারদা গ্রামের খেদের আলীর স্ত্রী ৩ সন্তানের জননী রেহেনা খাতুন ডায়াবেটিস রোগে মারা গেছে বলে পরিবারের সদস্যরা জানান। তবে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
আন্দুলবাড়িয়ার আক্তারের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ