আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আনসারবাড়িয়া রেল স্টেশনে স্থানীয়রা ৩ দফা দাবি নিয়ে ফের রেলপথ অবরোধ করেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে জেনারেল ইন্সপেক্টর অব বাংলাদেশ রেলওয়ে (জিআইবিআর) যশোর ক্যান্টনমেন্ট, বারোবাজার, কোটচাঁদপুর, সাফদারপুর স্টেশন পরিদর্শন শেষে ট্রলিযোগে পাকশী যাবার অভিমুখে স্থানীয় জনতা লাল পতাকা ধরে আনসারবাড়িয়া স্টেশনে গতিরোধ করে। অবরোধকারীদের পক্ষে ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার রেলওয়ে কর্মকর্তাগণকে স্মারকলিপি দিয়ে জানান, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ২০১০ সালের ২৮ মার্চ আনসারবাড়িয়া রেলস্টেশনের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করার পর ৩ দফা দাবিতে স্থানীয় জনতা রেলপথ অবরোধ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে। রেল কর্তৃপক্ষ জনতার আন্দোলন ও দাবির মুখে আনসারবাড়িয়া রেলস্টেশনে ৩ জন মাস্টার নিয়োগ দেন। কর্তৃপক্ষ গত ২০১৮ সালের ৫ জুলাই জনবল সঙ্কট দেখিয়ে স্টেশন মাস্টার মিন্টু রায়কে বাংলাদেশ রেলওয়ের মধুখালী, রুহুল আমিনকে দর্শনা স্টেশন, কাওসার আলীকে পাকশী কন্টোলরুমে ও প্যায়েন্টসম্যান আলমগীর কবীরকে ডেপুটেশনে প্রত্যাহার করে নওয়াপাড়ায় স্টেশনে নেয়া হয়েছে। আজও ৩ জন মাস্টারসহ প্যায়েন্টম্যান আনসারবাড়িয়া স্টেশনে নিয়োগ দেখিয়ে বেতনভাতা উত্তোলন করছেন। তিনি কর্মকর্তাদের আরো বলেন, জনগুরুত্বপূর্ণ আনসারবাড়িয়া স্টেশনে ৭১৫ ও ৭১৬ কপোতাক্ষ ট্রেন দুটি যাত্রা বিরতি ও স্টেশনটি আধুনিকায়ন করার দাবি তুলে ধরেন। জনতার দাবির মুখে জিআইবিআর অসিম কুমার তালুকদার বলেন, নতুন বিধিমালা মোতাবেক যত দ্রুত সম্ভব লোকবল নিয়োগ দিয়ে আনসারবাড়িয়া স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে। এ সময় তার সাথে সফরসঙ্গী ছিলেন, পাকশী ডিভিশনাল কর্মকর্তা শাহিদুল ইসলাম, ডিটিও বীরবর ম-ল, ডিএসপিই রুবাইত হাসান, ডিটিও নাসির উদ্দিন, এটিও আব্দুস সোহবান, এসিও সাজেদুর রহমানসহ পাকশী রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাগণ। এ সময় আন্দুলবাড়িয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, সমাজকর্মী মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, মোল্লা শরীফ উদ্দিন, খান তারিক মাহমুদ, শেখ স¤্রাট, কাজি টনিসহ স্কুল ও কলেজের ছাত্রগণ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ