জামায়াতের নিজস্ব প্রতীক না পাওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না
দর্শনায় জামায়াতের সাধারণসভায় মাওলানা আজিজুর রহমান
দর্শনা অফিস: দেশব্যাপী চলমান গণসংযোগ উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার উদ্যোগে সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা বাসস্ট্যান্ড ইসলামী পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, আল্লাহ যদি জামায়াতকে সুযোগ দেন তবে আমরা আপনাদের হক যথাযথভাবে প্রকৃত প্রাপকের কাছে পৌঁছে দেব। বিগত দিনে আমরা দেখেছি নেতারা হকদারদের টিউবওয়েলগুলো পর্যন্ত তাদের না দিয়ে নিজের বাড়ি নিয়ে গেছে। স্বামী বেঁচে থাকতে স্ত্রীকে বিধবা দেখিয়ে বিধবাভাতা দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে এগুলো হবে না গ্যারান্টি দিতে পারি। সরকারি বীজ, সার প্রকৃত চাষীকে দেয়া হবে। বাড়ি নিয়ে চিড়ে কুটে খাবো না। আমরা কে কোন দল করে তা না দেখে বরং সবার কাছে ইসলামের দাওয়াত দিতে চাই কারণ তারাও মানুষ এবং রাসুলের উম্মাত। তারা যদি আল্লাহ ও তার রাসুলের পথে ফিরে আসে, খাঁটি মুসলমান হবার সংকল্প করে এবং সঙ্গবদ্ধভাবে দ্বীন কায়েমের জন্য একত্রিত হয় তবে তাদেরকে আমরা বুকে টেনে নেব। তিনি দৃঢ়তার সাথে বলেন আগামী নির্বাচন জামায়াতের নিজস্ব ব্যানার এবং দাড়িপাল্লা প্রতীক না পাওয়া পর্যন্ত হবে না ইনশাল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল কাদের বলেন-আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন একটা দেশ গড়তে চাই, যেখানে মা’বোনেরা শান্তিপূর্ণভাবে চলাফেরা করবে, কোন মানুষ অসৎ উদ্দেশ্যে তাদের দিকে তাকাতেও সাহস পাবেনা। ইসলামের রাজ কায়েমের আন্দোলনে জামায়াতের পতাকাতলে আসুন, একটা বিপ্লব শেষ হয়েছে, আর একটা বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, যে বিপ্লব হবে জামায়াতের নেতৃত্বে ইসলামী বিপ্লব। সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবিরের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, দামুড়হুদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা থানা শাখার আমির মাওলানা রেজাউল করিম, মাজলিসুল মুফাচ্ছিরিনের সাবেক জেলা সভাপতি মাওলানা আবুজার গিফারী, সাবেক পৌর আমির গোলজার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের দর্শনা পৌর সভাপতি লোকমান হোসেন হৃদয় প্রমুখ। সভাশেষে দোয়া পরিচালনা করেন সাবেক দর্শনা সাংগঠনিক থানা আমির আলহাজ মাওলানা হাবিবুর রহমান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.