জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না
দর্শনা বাড়াদীতে জাতীয় শোক দিবসের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর
দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে বাড়াদী গ্রামে। গত পরশু শুক্রবার বিকেলে বাড়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, বিদেশি দুঃশাসনে লাঞ্ছিত নিপিড়িত ও অবহেলিত বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়ে ছিলেন দূরদম, দুর্জয়, নির্ভীক সৈনিক, বাংলার শ্রেষ্ঠ বীর, কিংবদন্তি নেতা বাঙালি জাতির হৃদয় স্পন্দন, বাংলার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অসাংবাদিত নেতা, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মহান নেতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে স্বপরিবারে যারা হত্যা করে সূচনা করেছিলো কলঙ্কিত অধ্যায়, তারা এ দেশের কুলাঙ্গার সন্তান। এ জাতি ওইসব কুলাঙ্গারদের কোনোদিন ক্ষমা করবে না। তাই আসুন আজ এ মহা শোককে শক্তিতে পরিণত করে আমরা শপথ নিই; সকল অপশক্তি রুখে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার। ওয়ার্ড আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফনার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিয়াবুল হক, আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, ছোলায়মান হক, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহ-সম্পাদক আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, যুবলীগ নেতা হীরণ, শেখ আসখিয়া আহমেদ মুন, ইউপি সদস্য খায়রুল বাশার, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগে সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।