ভ্রাম্যমাণ প্রতিনিধি: জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫০ বছর পর আলমডাঙ্গা রেললাইনের পাশের বদ্ধখালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে আলমডাঙ্গা পৌর প্রশাসন। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পরিত্যক্ত খালটি মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছিলো। বিশেষ করে পৌর এলাকার ১, ২, ৭ ও ৯নং বাসিন্দাদের কাছে দুঃর্বিষহ যন্ত্রণার কারণ হয়েছিলো। গতকাল বেলা আড়াইটার সময় আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু খালটিকে পুনঃখননের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় মেয়র বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হবে বলে তিনি মনে করেন।
এছাড়াও শহরের জলাবদ্ধতা নিরসনের আরেক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ছাত্রলীগ শাখা চুয়াডাঙ্গা ও বিশিষ্ট সমাজসেবক কাজি রবিউল হক, প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মজিবুল হক, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সদরুদ্দিন ভোলা, ২নং নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাজেদ ভূঁইয়া, আলমডাঙ্গা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খন্দকার নাসিমসহ পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রেল লাইনের পাশের এই খালটিতে সংশ্লিষ্ট ওয়ার্ডবাসীর কিছু আবাদি জমি আছে, খালটি পুনঃখননের মাধ্যমে সেচ কাজে ব্যবহারের উপযোগী হবে বলেও এলাকাবাসীরা আশা প্রকাশ করেন।