জমি সংক্রান্ত বিরোধে ন্যায় বিচার চেয়ে ভুক্তভোগীগণের দামুড়হুদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

দামুড়হুদা প্রতিনিধি: দর্শনায় জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধে ন্যায় বিচার চেয়ে ভুক্তভোগী রফিক উদ্দিন সংবাদ সম্মেলন করেছেন। এ ঘটনায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক দর্শনা শ্যামপুর গ্রামের মৃত মনো মল্লিকের ছেলে মালেকসহ ৫জনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের সেলিম উদ্দীনের ছেলে রফিক উদ্দিন। গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে দামুড়হুদা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রফিক উদ্দিন বলেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ী চালক দর্শনার শ্যামপুর গ্রামের মৃত মনো মল্লিকের ছেলে মো. মালেক (৫৫), একই গ্রামের মুনছুর মল্লিকের ছেলে মো. মিন্টু (৩৬), মো. মালেকের ছেলে মো. সুমন মল্লিক (৩৭), আকতার মল্লিকের ছেলে মো. হযরত মল্লিক (২৮) ও দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের (ঘরজামাই, খবিরের বোনাই) মৃত ছিতাব মল্লিকের ছেলে মো. আব্বাসসহ (৫১) অজ্ঞাতনামা ৪-৫ জন অস্ত্রধারী সংঘবদ্ধ দুবৃত্তদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিলো পারুল খাতুন ও বরকত মল্লিক গণের। এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা ভুক্তভোগীদের দর্শনা থানাধীন ৭৭নং আজিমপুর মৌজায় ৩৮.৫০ শতক জমির মধ্যে অধিকাংশ জমি বাঁশ ও খুটি দিয়ে ঘিরে জোর পূর্বক জবর দখল দখল করে নিয়েছে। ভুক্তভোগী রফির উদ্দিনের শাশুড়ি পারুল খাতুন বিগত অনুমান ৪৪বছর পুর্বে জমিটুকু নিজের নামে ক্রয় করে খাজনা, খারিজ সম্পন্ন করে। গত একযুগ আগে পারুল খাতুন তার দু’কন্যার নামে জমিটুকু রেজিস্ট্রেশন করে দেন। এদিকে, ২নং বাদীর পিতা মৃত মোবারক মল্লিক ও চাচা মৃত গুলজার মল্লিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ও কিছু অংশ ক্রয় করে বিগত অনুমান ৪৭ বছর পূর্বে দর্শনা থানাধীন ৭৭নং আজিমপুর মৌজায় ১৯২.৫০ শতক জমি ভোগদখল করে আসছে। উক্ত জায়গা জমির বিষয়াদি নিয়ে বিবাদীগণের মাধ্যমে ও নেতৃত্বে সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসীরা বিভিন্ন প্রকারের গালিগালাজ ও খুন-জখমের হুমকি প্রদান করে আসছে ভুক্তভোগীদের। ১নং অভিযুক্ত চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক হবার সুবাদে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে আসছে তাদের। গত ২৪মার্চ কাচারিতে ভুক্তভোগীদের প্রকাশ্যে খুন জখমের হুমকি ধামকি দেয় বলেও অভিযোগ করা হয়। এমন অবস্থায় ভুক্তভোগীগণ নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন যাপন করছে। ভুক্তভোগীগণ জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানার অন্তর্গত শ্যামপুর গ্রামের মৃত মোবারক মল্লিকের ছেলে অপর ভুক্তভোগী মো. বরকত মল্লিকসহ (৫৪) নিকট আত্মীয় স্বজনরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More