ছেলুন জোয়ার্দ্দার এমপিকে আজীবন সম্মাননা প্রদান
চুয়াডাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
স্টাফ রিপোর্টার: ‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি’ সেøাগানে চুয়াডাঙ্গায় গতকাল সোমবার বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা এবং আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ রেডক্রসের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সকাল সাড়ে ৯টায় রেড ক্রিসেন্ট কার্যালয় চত্বরে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের কার্যনির্বাহী সদস্য এমএম শাহজাহান মুকুল, আসাদুজ্জামান কবির, হাবিবুল্লাহ ছটি ও বিলকিস জাহান এবং যুবপ্রধান শাহিন। সভায় রেডক্রিসেন্টের দাতা সদস্য, আজীবন সদস্য, যুব সদস্য, স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, যে কোনো দুর্যোগে মোকাবেলায় রেডক্রিসেন্ট ইউনিটকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। রেডক্রিসেন্টের ধর্ম আর্তমানবতার সেবাই এগিয়ে আসতে হবে। রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট যুদ্ধ বিধস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেই আপনাদেরকে এগিয়ে যেতে হবে।
প্রসঙ্গত : রেডক্রস ও রেডক্রিসেন্টর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর ১৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়।