ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় আলমডাঙ্গার তিয়রবিলা হাইস্কুলের শিক্ষককে লাঞ্চিত

 

আলমডাঙ্গা ব্যুরো/সরোজগঞ্জ প্রতিনিধি: ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় আলমডাঙ্গার তিয়রবিলা হাই স্কুলের এক সহকারী শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করেছে বখাটে ছাত্ররা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৬/৭জন বখাটে সহকারী শিক্ষকের উপর হামলা করে। এ ঘটনায় হামলার শিকার সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম লিখিত অভিযোগে জানান, স্কুল শুরু এবং ছুটির সময় তারই স্কুলের সাবেক ছাত্র বখাটে সোহান কয়েকজন বখাটেকে নিয়ে স্কুল গেটের সামনে দাড়িয়ে মেয়েদের প্রতিদিন উত্ত্যক্ত করে। গত ৬ তারিখে শিক্ষক রাশিদুল ইসলাম মেয়েদের উত্ত্যক্ত না করতে সোহানকে নিষেধ করেন। এতে সে শিক্ষককে গালমন্দ করে এবং দেখে নেয়ার হুমকি দেয়। সোহানের সাথে তিয়রবিলা গ্রামের কিছু উশৃঙ্খল ও বখাটে থাকায় শিক্ষক রাশিদুল ইসলাম ভয়  পেয়ে যান। তিনি স্কুলের শিক্ষকদের পরামর্শে ওই দিনের ঘটনার বিবরণ তুলে ধরে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে সোহান ও তার বখাটে সহযোগীরা ক্ষীপ্ত হয়ে ওঠে। তারা গতকাল মঙ্গলবার স্কুল শুরুর আগে থেকেই গেটে অবস্থান নেয়। পৌনে ১০টার দিকে শিক্ষক রাশিদুল স্কুলে ঢোকার সময় তার উপর হামলে পড়ে বখাটেরা। সোহান ও তার সহযোগী বখাটেরা বেদম পেটাতে থাকে রাশিদুলকে। এ সময় আশপাশের লোকজন ভয়ে কেউ এগিয়ে আসেনি। তবে স্থানীয় ক্যাম্প পুলিশ এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় পুলিশ স্থানীয় বখাটে মোজাম্মেলকে আটক করে। লজ্জাজনক এ ঘটনার পর হতবিহ্বল হয়ে পড়েন শিক্ষক রাশিদুল ইসলাম। এরপর তিনি গতকাল সন্ধ্যায় স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে নিয়ে আলমডাঙ্গা থানায় এসে সোহানসহ ৬ বখাটের নাম উল্লেখ করে আবারও  অভিযোগ দায়ের করেন। খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ লাল বলেন, ঘটনা অত্যন্ত লজ্জাজনক। প্রশাসন যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা করেন তিনি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লাঞ্চিত শিক্ষক অভিযোগ দিয়েছেন। একজন আটক হয়েছে। অভিযুক্ত বাকি সবাইকে আইনের আওতায় আনা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More