ছদ্মবেশে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে সদর থানা পুলিশ
স্টাফ রিপোর্টার: ছদ্মবেশে অভিযান চালিয়ে দীর্ঘদিন যাবত পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি হলেন-চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে বাবুল (৫০)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই রাকিবুজ্জামান ও এসআই সঞ্জয় কুমার গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া সদর থানাধীন হাউজিং ও মোল্লা তেঘরি এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতার করা হয় একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুলকে। পরে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর থানায়। গতকালই বাবুলকে সংশ্লিষ্ট মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত বাবুলের নামে ছয়টি ওয়ারেন্ট রয়েছে। যার মধ্যে চারটিতেই সে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। বাবুল দীর্ঘদিন যাবত কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.