সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জের কৃতিসন্তান শাহজাহান সাজু পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ১০ এপিবিএন বরিশালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাব, ঢাকা ডিবি, গোপালগঞ্জ, অতিরিক্তি পুলিশ সুপার ১ বছর জাতীয় সংঘের শান্তি মিশন (সুদান), ডিবি ডিএমপি, ১০ এপিবিএন বরিশাল থেকে গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। তিনি ঢাকা ডিবিতে ৭ বছর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দক্ষতা ও সাফল্যোর সঙ্গে দায়িত্ব পালন করেছেন কর্তজীবনে তার পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন। শাহজাহান সাজু চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান (বিডিআর) বড় ছেলে। ১৯৯৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এমএ পাস করেন।
পূর্ববর্তী পোস্ট
ক্ষুদে বিজ্ঞানীদের ছোট ছোট চিন্তাভাবনাগুলোই একদিন সফলতার মুখ দেখবে
এছাড়া, আরও পড়ুনঃ
1 টি মন্তব্য
উত্তর দিন
উত্তর বাতিল করুনYou must be logged in to post a comment.
অভিনন্দন মামা🖤🌸