স্টাফ রিপোর্টার: আসন্ন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন চুয়াডাঙ্গায় উপ-কমিটির সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষে এ সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনার প্রাঙ্গনে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্রান্ত আলোচনা করা হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন চুয়াডাঙ্গায় উপ-কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ.কে.এম সাইফুর রশিদের সভাপতিত্বে সমন্বয়সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাহিদুল হাসান, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক মো. রুবেল হোসেন, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা হুসাইন মালিক, বৈষম্যবিরোধী চুয়াডাঙ্গা জেলার শাখার সদস্য সচিব সাফফাতুল ইসলাম এবং মুখ্য সংগঠক সজিবুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.