স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে যোগদানের জন্য অধ্যক্ষের পক্ষ থেকে নোটিশ করা হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য একাদশ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সকল শিক্ষার্থীর ক্লাসের উপস্থিত আশানুরুপ হবে না তাকে উক্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। এ জন্য সকল শিক্ষার্থীকে নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, একইভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অধ্যয়নরত একাদশ শ্রেণির শিক্ষার্থীকে আগামী ২৯ এপ্রিল থেকে পূর্বের রুটিন অনুযায়ী তাদের ব্যবহারিক ক্লাস শুরু হবে। ওই শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নাইফুর রশীদ বলেন, একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার সন্তোষজনক নয়। পাশাপাশি যারা ক্লাসে আসবে না তারা জুন মাসে অনুষ্ঠিতব্য একাদশ শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। একইভাবে ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এজন্য তাদের ক্লাসমুখী করতে অভিভাবকদের সচেতন হতে অনুরোধ করছি।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.