স্টাফ রিপোর্টার: যুগান্তর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্বিতীয় বারের মতো মাসব্যাপী চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গণে রোজাদার ব্যক্তিদের জন্য সেহরির আয়োজন করা হচ্ছে। এ সংস্থার সভাপতি বলেন, সদর হাসপাতাল এলাকায় তেমন খাবারের হোটেল নেই। দূর-দূরান্ত থেকে অনেক রোগী ও তার স্বজনেরা চিকিৎসার জন্য হাসপাতালে আসে। কিন্তু সেহেরির খাবার নিয়ে আসে না। তেমন হোটেল না থাকায় খাবার কিনতেও পারে না। অনেক সময় তারা কলা পাউরুটি পানি খেয়ে রোজা রাখে। সেজন্য তাদের কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন করা হয়েছে। আমরা খাবারের বিনিময়ে কোনো টাকা নিচ্ছি না সম্পূর্ণ ফ্রি তে খাবার দিচ্ছি। তিনি আরো বলেন, আমরা প্রতিদিন রাত ১২টার পর থেকে এই কার্যক্রম শুরু করি। ১ম রমজানের দিন খাবার বিতরণ করেছিলাম ৭১জন ২য় দিন ৮৯জন, ৩য় দিন ৭৬জন, ৪র্থদিন ৭৮জন, ৫ম দিন ৮৩জন, ৬ষ্ঠ দিন ৮৩জন, ৭ম দিন ৭৮জন, ৮ম দিন ৭৯ জন, ৯ম দিন ৮০জন, ১০ম দিন ৮৬, ১১তম দিন ৮৫ সর্বমোট এখন পর্যন্ত আমরা ৮৮৮ জন রোগী এবং স্বজনদের মাঝে ফ্রি সেহরি বিতরণ করেছি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক আরাফাত ম-ল সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সাকিব, মিনারুল, হুসাইন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.