স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ হতে শিক্ষায়, ক্রীড়া ও চিকিৎসা খাতে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের সবগুলোতে ক্রীড়াসামগ্রী (ফুটবল, ভলিবল, ভলিবল নেট, জার্সি, ট্রাউজার, ক্রিকেট ব্যাট, বল, স্ট্যাম্প), সদর উপজেলার ২৮টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসামগ্রী (ওয়েট মেশিন, বিপি মেজারিং মেশিন, গ্লুকোমিটার উইথ কিট এন্ড নিডল, থার্মোমিটার, ওষুধসহ নেবুলাইজার) এবং ৯৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাই-সাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সদর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আশিস মোমতাজ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং উপকারভোগীগণ। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গা হারদী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজিল গ্রেফতার
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.