সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সরোজগঞ্জ বাজার ঈদগা ময়দানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাজি আব্দুর রউফ, চুয়াডাঙ্গা সদর উপজেলা আমির বিলাল হুসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সাবেক আমির ডা. মনির, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর হুসাইন, শঙ্করচন্দ্র ইউনিয়ন আমির আশাদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির খবির উদ্দিন, পদ্মবিলা ইউনিয়ন আমির আসমান আলী, সরোজগঞ্জ বাজার শাখার সভাপতি মামুন হাওলাদার, মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন জামায়াতের মহরম আলী, দোয়া পরিচালনা করেন বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল জলিল হাওলাদার।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.