স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের লোভোল্টেজ সমস্যা দূর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সংবাদপত্র সম্পাদক পরিষদ। গতকাল শনিবার বিকেলে দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা।
চুয়াডাঙ্গা সংবাদপত্র সম্পাদক পরিষদের সদস্য সচিব সরদার আল আমিনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় সদস্য নাজমুল হক স্বপন, আজিজুল হক উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উন্নয়নমূলক গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে সম্পাদকদের আহ্বান জানানো প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানাদি সম্পর্কে সংবাদপত্রের সম্পাদকদের জানানো হলে সম্পাদক কর্তৃক প্রতিনিধি প্রেরণ এবং ওই সংশ্লিষ্ট প্রতিবেদন পত্রস্থ করা সুবিধা হবে বলে অভিমত ব্যক্তি করা হয়। বলা হয়, জনপ্রতিনিধিদের কর্মকা-ের বিষয়েও তাদের নিযুক্ত ব্যক্তির মাধ্যমে তথ্য উপাত্য পাওয়া গেলে ভালো হয়। এছাড়া চুয়াডাঙ্গায় বেশ কিছুদিন ধরে বিদ্যুতের মান একেবারেই নি¤œমুখি হয়ে পড়েছে। ভোল্টেজের কারণে পত্রিকা মুদ্রণসহ বিভিন্ন কাজ ব্যহত হচ্ছে। এলাকার সাধারণ গ্রহাকদেরও সমস্যা প্রকট। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিদ্যুতের লোভোল্টেজ সমস্যা থেকে উত্তরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও সংগঠনের কার্যক্রমকে গতিশিল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপরও গুরুত্বারোপ করা হয়।
সভা যেমন স্বাস্থ্য বধি মেনে মুক্ত স্থানে অনুষ্ঠিত হয়, তেমনই স্বাস্থ্য বিধি মেনেই আয়োজন করা হয় ইফতার মাহফিলের। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত সম্পাদক পরিষদের ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, কার্যকরি সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, শাহ আলম সনি, সদস্য খায়রুল ইসলামসহ প্রেসক্লাবের দাতাসদস্য মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ