চুয়াডাঙ্গা শহর থেকে রাতের আঁধারে ট্রাক চুরি : ৯৯৯ ফোন করে উদ্ধার হলো চুরি হওয়া ট্রাক
দামুড়হুদা অফিস: ৯৯৯ ফোন করে উদ্ধার হলো চুরি হয়ে যাওয়া একটি ট্রাক। পুলিশ এ ঘটনায় রেজোয়ান হোসেন (২১) নামে এক চোরকে গ্রেফতারও করেছে। গতকাল রোববার ভোরে দামুড়হুদা মডেল থানা পুলিশ চুরি হয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করেন এবং চোরকে গ্রেফতার করেন। গতকাল রোববার রাত সোয়া তিনটার দিকে চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মোক্তার হোসেন নৈশ প্রহরীর মাধ্যমে জানতে পারেন বাড়ির সামনে রেখে দেয়া তার ট্রাকটি রাতের কোনো এক সময় চুরি হয়ে গেছে। এরপর মোক্তার হোসেন কোনো উপায়ান্তর না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান তার যশোর ট-১১-০৯৮০ নম্বরের ট্রাকটি রাতের কোনো এক সময়ে চুরি হয়ে গেছে। তিনি নৈশ প্রহরীর মাধ্যমে এটাও জানতে পেরেছেন ট্রাকটি দর্শনার দিকে গেছে। ৯৯৯ কলটেকার কনস্টেবল কেএম মাহফুজ কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল মাহফুজ তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এসআই মো. এনায়েত হোসেন কলার এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংবাদ পেয়ে জেলার সব থানার টহলদলগুলো তৎপর হয়ে ওঠে। অবশেষে ভোর ৪টার দিকে দামুড়হুদা থানার টহলপুলিশ ট্রাকটিকে দেখতে পায় এবং দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সামনে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটিকে আটকায়। এ সময় চুরির দায়ে চুয়াডাঙ্গার দর্শনা পুরাতনপাড়ার রিয়াজ হোসেনের ছেলে রেজোয়ান হোসেনকে পুলিশ গ্রেফতার করে। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর থানায় হওয়ায় উদ্ধারকৃত ট্রাক এবং গ্রেফতারকৃতকে সদর থানায় হস্তান্তর করাসহ পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।