চুয়াডাঙ্গা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ
আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য কাজ করে যাচ্ছে লিগ্যাল এইড কমিটি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ বলেছেন, আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য কাজ করে যাচ্ছে লিগ্যাল এইড কমিটি। সরকারের এই সেবা আরো বেশি মানুষের মাঝে পৌঁছে দেয়ার জন্য প্রচার-প্রচারণা বাড়ানো দরকার। প্রচার-প্রচারণা বাড়ানো গেলে আরো অনেক বেশি মানুষকে সেবা দেয়া সম্ভব হবে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট নয়ন কুমার রাজবংশী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাজিদ হাসান, জেল সুপারের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মোহাম্মদ শামিম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, ওয়েভ ফাউন্ডেশনর প্রতিনিধি কানিজ সুলতানা, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি ইউনুস আলী, জাহানারা যুব মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা খাতুন প্রমুখ। জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় গত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, আইনগত সহায়তা প্রদানের আবেদনপত্র সমূহের ওপর অবগতি ও সিদ্ধান্ত গ্রহণ, নিয়োগকৃত আইনজীবীগণের দাখিলী বিল অনুমোদন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন, লিগ্যাল এইডের কার্যক্রম বৃদ্ধিতে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে আলোচনা এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকদের পর্যবেক্ষক সদস্য হিসেবে মাসিক সভায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.