স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলপাড়ার সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আব্দুল্লাহ গাজী একটি পারিজারি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা রেলপাড়ার ইসমাইলের ছেলে আব্দুল্লাহ গাজী (৩০) একটি পারিজারি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গতকাল বুধবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আহসানুর রহমান, এএসআই আসাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে অভিযান চালান। এ সময় গ্রেফতার করা হয় আব্দুল্লাহ গাজীকে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ