চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলার আহ্বান
স্টাফ রিপার্টার: ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্য স্বাস্থ্য সেবা খাতকে আগামীতে আরো বিশেষায়িত করা হবে। জনসাধারণের স্বাস্থ্য সেবার সুরক্ষা প্রদানের মাধ্যমে আগামীতে স্বাস্থ্য সেবার কার্যক্রম আরও আলোকিত হবে। বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তারা বলেন, নিরাপদ মাতৃত্ব, শিশু স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ সফল করতে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য।
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিষেজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন, সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত। সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন ডা. একেএম আবু সাইদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্সপেক্টর বজলুর রহমান, মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী, ডিসটিক সার ভিলেন্স মেডিকেল অফিসার ডা. উম্মে হুমায়রা আয়েশা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ইনজামামুল হক, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার এসএম শফিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভার আগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন ডা. একেএম আবু সাইদের নেতৃত্বে মেহেরপুর ২৫০শয্যা হাসপাতাল থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসের কার্যালয়ে শেষ হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সে সময় সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সাথী সাহা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.