স্টাফ রিপোর্টার: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মৎস্য অধিদপ্তর। অনুষ্ঠানে জানানো হয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ম দিন শনিবারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা করা। আজ রোববার ২য় দিনে বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠান, সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান, পোনামাছ অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। সোমবার ৩য় দিনে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মঙ্গলবার ৪র্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা, বুধবার ৫ম দিনে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি-পানি পরীক্ষা বৃহস্পতিবার ৬ষ্ঠ দিনে সুফলভোগীদের প্রশিক্ষণ/বিভিন্ন উপকরণ বিতরণ এবং শুক্রবার ৭ম দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শসিবার বেলা ১১টায় জেলা মৎস্য কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের কর্মসূচি উপস্থাপন করেন। এ সময় জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার ও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা জেলায় মোট জলায়তন ৬ হাজার ৫০০ হেক্টর, পুকুরের সংখ্যা ১১ হাজার ৫৮টি এবং আয়তন ২ হাজার ৬৫০ হেক্টর, পুকুর-দিঘির উৎপাদন ১৫ হাজার ৪০৭ মে.টন, বাওরের সংখ্যা ১০ (আয়তন ৪৯৯ হে:) , বাওরে মাছ উৎপাদন ১ হাজার ৭৭২ মে. টন, নদীর সংখ্যা ১২টি, নদীতে মাছ আহরণ ৬০৯ মে. টন, বিলের সংখ্যা ১ (আয়তন ১৫২৫ হে.), বিলে মাছ উৎপাদন ৩ হাজার ৩৩১ মে.টন, মৎস্যজীবীর সংখ্যা ৫ হাজার ৮৭ জন, মৎস্য চাষির সংখ্যা ৮ হাজার ৪২৬ জন, প্রশিক্ষণপ্রাপ্ত মৎস্যচাষির সংখ্যা ১ হাজার ১২০ জন, মৎস্য হ্যাচারির সংখ্যা ২টি, বার্ষিক মাছ উৎপাদন ২৩ হাজার ৭৩০ মে.টন, বার্ষিক মাছের চাহিদা ২৫ হাজার ২৪৫ মে.টন এবং বার্ষিক মাছের ঘাটতি ১ হাজার ৫১৫ মে. টন, কার্ডধারী জেলের সংখ্যা ৪ হাজার ৩৫৬ জন এবং মৎস্যজীবী সমিতির সংখ্যা ৪৪টি।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সপ্তাহব্যাপী উদযাপন উপলক্ষে আলমডাঙ্গা মৎস্য অধিপ্তরের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে মৎস্য অফিসের মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, ক্ষেত্রসহকারী হাবিবুর রহমান, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি মারুফুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা মৎস্য দফতর ওই মতবিনিময় সভা করেন। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য দফতরের অতিরিক্ত দায়িত্বে থাকা মৎস্য কর্মকর্তা রাজিউল আলম।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ হাসান, জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক শামসুল আলম, মিথুন মাহমুদ, মাজেদুর মিল্টন, মাজেদুর রহমান লিটন, মহিবুল ইসলাম মুকুল প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, শনিবার বেলা ১১টার সময় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময়সভার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, জেলা মৎস্য খামার ব্যবস্থাপক ইকবাল হোসেন। এছাড়াও জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, জেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মেহেদী হাসান, ফিল্ড সহকারী (ফার্ম) বদরুল আলম, সদর ফিল্ড সহকারী (ফার্ম) ফজলুল হক, অফিস সহকারী জুলিয়া খাতুন প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা, সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মোলন ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ মুন্সী ওমর ফারুক, সাধারণ সম্পাদক শফিউদ্দীন (শেখ সফি), যুগ্মসম্পাদক সোহাগ ম-ল ও সাংগঠনিক সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, মো. আব্দুস সালাম প্রমুখ।
হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের হরিণাকু-ুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুস্মিতা সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, সমাজসেবা কর্মকর্তা শিউলি রানী, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুন জান্নাত, প্রেসক্লাব সভাপতি এম. সাইফুজ্জামান তাজু প্রমুখ।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার, কৃষিবিদ নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম, কাজী মৃদুল, সুব্রত কুমার, মঈন উদ্দিন খান ও আব্দুল বাশার।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী মৎস কর্মকর্তা আলাউদ্দিন।