চুয়াডাঙ্গা-মেহেরপুরে নানা আয়োজনে ভাষা শহিদদের স্মরণ বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয়

স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মায়ের ভাষা বাংলার জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই শহিদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে পুরো জাতি। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে শহিদ মিনারমুখে নগ্নপদে প্রভাতফেরির যাত্রা। কালো পোশাকে শোকের স্মৃতিচিহ্ন, হাতে শ্রদ্ধার ফুল; সারিবদ্ধভাবে খালি পায়ে ধীরগতিতে চলা। ভাষার জন্য প্রাণ দেয়া সেসব অকুতোভয় ‘যোদ্ধা’র প্রতি শ্রদ্ধাবনত সব শ্রেণি-পেশার মানুষের পথ যেন মিশে যায় সারাদেশের শহিদ মিনারে। বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। দাবি জানান সর্বস্তরে বাংলা ভাষা চালুর। একুশের প্রভাতফেরির পথযাত্রায় সবার কণ্ঠে সেই কালজয়ী গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের শহিদ মিনারের বেদিগুলোও ভরে উঠেছিলো ফুলেল শ্রদ্ধায়।
এদিকে কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশ এলাকায় ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর চার স্তরের নিরাপত্তা। তবে অন্যবারের মতো তেমন কড়াকড়ি ছিলো না। জুলাই-আগস্টে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের প্রেক্ষাপটে একুশে ফেব্রুয়ারিতে এবার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের শ্রদ্ধা জানানোর আয়োজনে ছিল সেই অভ্যুত্থানের ছাপ। প্রতিবছর শহিদ মিনার এলাকার দেওয়ালে বিভিন্ন স্লোগান, কবিতা ও গানের লাইন লেখা হলেও এবার ভিন্ন প্রেক্ষাপটে সেখানে জায়গা করে নিয়েছে গ্রাফিতি। কোনো কোনো দেওয়ালের ওপরে ব্যানার টানানো হয়েছে, যেগুলোয় বিভিন্ন গান ও কবিতার লাইন কিংবা নানা সেøাগানে একুশকে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু কেন্দ্রীয় শহিদ মিনার নয়, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ফুলে ফুলে ভরে ওঠে দেশের হাজারো শহিদ মিনারের বেদি। এমনকি প্রত্যন্ত গ্রামে, পাড়ায়-পাড়ায় গড়ে ওঠা অস্থায়ী স্মৃতির মিনারও এদিন ভরেছে শ্রদ্ধার ফুলে। নগ্নপায়ে সারি সারি মানুষ হেঁটেছেন একপথে কাঁধে কাঁধ, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। একুশের চেতনা আজ জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। তাই বাংলাদেশের মতো পৃথিবীর বিভিন্ন দেশেও দিবসটি পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায়। ভাষাশহিদদের প্রতি তারাও জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলি। বাঙালির ভাষাসংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষির অধিকার রক্ষার দিন।
চুয়াডাঙ্গায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে জেলা শিল্পকলা একাডেমির পরিচানলায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই দিনটা একদিকে বেদনাবিধূর। আর একদিকে আমাদের শক্তি ও সাহস এগিয়ে চলার পথ প্রদর্শক। বাঙালি জাতির যা কিছু তার সবই রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। সেই রক্তকেই আমরা ভুলতে বসেছি। আমাদের ভুলে গেলে চলবে না।’ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম সেবা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবিস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখ্য সংগঠক সজিবুল ইসলাম প্রমুখ। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে জেলা প্রশাসন, শিশু একাডেমি এবং জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে মিলন সংঘের উদ্যোগে সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠে অবস্থিত শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিলন সংঘের আহবায়ক শাহাবুদ্দিন বিশ^াস খোকন, মিলন সংঘের যুগ্মআহবায়ক শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হাই, সদস্য সচিব সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, সদস্য ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম, লিয়াকত হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য নুর মোহাম্মদ, শরিফ উদ্দিন। এছাড়া সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যপীঠ ও ডিঙ্গেদাহ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অপর দিকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে একটি র‌্যালি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, আলাপের নির্বাহী পরিচালক আশফাকুর রহমান লিন্টু, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু, ওয়ার্পের নির্বাহী পরিচালক আবেদ উদ দৌলা। এছাড়াও এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পাঁচমাইল প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে রালি শেষ করে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক, প্রভাষক গোলাম কিবরিয়া, শিক্ষক শাহারিয়ার ইসলাম, খাইরুল ইসলাম, আবুজার হোসেন, জাহিদুল ইসলাম, ফারুক আহ্ম্মেদ, রেজাউল করিম, আবুশামা, তাছলিমা পারভীন, আরিফ হোসেন, সুরুজ আলম, হারুনর রশীদ, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, মনিরা পারভীন, রমিজ রায়হান, আল মেহেদী, সাইফুল ইসলাম, জহুর রায়হান, এনামুল হক, অফিস সহকারী কাম হিসাব সহকারী সাইদুর রহমান, সাইদুর রহমান,রাজিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আশরাফুল আলম, তরিকুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোহাম্মদ রমিজ রায়হান ও নূর-ই-ফারজানা ইলাহ্। এদিকে ছাদেমাননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভাষা শহিদের প্রতি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এহসানের আঁকা ছবিতে যেন বর্ণময় হয়ে উঠেছে ১৯৫২ সালের অমর ভাষা আন্দোলন। মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠার অসম সাহসের ইতিবৃত্ত। এহসান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলমডাঙ্গা শহীদমিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতা। প্রভাত থেকে বেলা ১১টা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় এহসানের মতো অপরিসীম কল্পনাশক্তিতে ভরপুর শিশুরা অংশ নেয়। এ প্রতিযোগিতায় ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নিয়ে আপন মনের আবির দিয়ে মনের খেলায় মেতেছিল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আলাউদ্দীনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আনোয়ারুজ্জামান, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিএম কামাল, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। অপরদিকে, আলমডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ মীর মহিউদ্দিন এবং বিশিষ্ট রাজনীতিবিদ শহিদুল কাওনাইন টিলু ওস্তাদের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ক্লাব চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিজা, মহিলা ডিগ্রী কলেজের প্রদর্শক পদার্থ কবীরুল হাসান সেলিম, ফ্রেন্ডস ক্লাবের কোষাধ্যক্ষ সালাউদ্দিন আহম্মেদ গিলবাট, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, ফ্রেন্ডস ক্লাবের হারুন অর রশিদ, যুবদল নেতা শফিকুল আজম ডালিম, গাউসুল কাওনাইন সুষম, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক সামিমুল হাসান সানি, যুগ্মআহবায়ক লিটন আলী, কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক সুমন আহমেদ, ছাত্রদল নেতা সাগর, রাশেদ, মীর রাসেল, আকরাম, সবুজ, অনিক, রাসেল, আকাশ, বাধন, স্বপ্নীল, রাফিন, নীল, জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজসেবক ও ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে ভাষা শহীদ, মুক্তিযোদ্ধা ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ মীর মহিউদ্দিন ও বিশিষ্ট রাজনীতিবীদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু ওস্তাদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
হাটবোলিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদাসহ শিক্ষকবৃন্দ। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা উপস্থিত ছিলেন। এছাড়াও হাটবোয়ালিয়া বাজার কমিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। হাটবোয়ালিয়া বাজারের শহিদ বীর মেজর হুদার বাংলাদেশ হাউজের সামনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা শহিদ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সাংবাদিক মুর্শিদ কলিন। হাটবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা প্রমুখ। হাটবোয়ালিয়া নতুন কুঁড়ি আইডিয়াল স্কুল ও মেরিট মডেল স্কুল, ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজুর সভাপতিত্বে ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জোয়ার্দার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজনের উপস্থতি ছিলেন।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা ও আশপাশ এলাকায় যথাযথ মর্যাদার সাথে আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। জাতীয় ও শোক পতাকা, প্রভাতফেরী, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। গতকাল শুক্রবার সকালে দর্শনা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সমাবেত হয় কেরুজ বাজার মাঠে। শপথ বাক্য শেষে প্রভাতফেরী বের করে পুষ্পমাল্য অর্পণ করা হয় দর্শনা সরকারি কলেজ স্মৃতিশোধে। প্রভাতফেরীতে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, যুবদল, ছাত্রদল, ছাত্রশিবির, দর্শনা সরকারি কলেজ, দর্শনা ডিএিস ফাজিল মাদরাসা, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিণ-চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, ওয়েভ ফাউন্ডেশন, অনির্বাণ থিয়েটার, শ্যামপুর, পূর্বরামনগর, পরাণপুর, দক্ষিণচাদপুর, কাস্টমস, জয়নগর, শান্তিনগর, আজমপুর, পশ্চিমরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। উপস্থিত ছিলেন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সহসভাপতি শরীফ উদ্দীন, যুগ্মসম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিত জোয়ার্দ্দার, বিএনপি নেতা আসলাম উদ্দীন, মহব্বত আলী, শরীফুল ইসলাম, ফরজ আলী, রফিকুল ইসলাম, আশিক ইকবাল চঞ্চল, আরিফুল ইসলাম, আজিবর রহমান, হাবিবুর রহমান, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, যুবদল নেতা মোস্তাফিজুর মোহন, মোর্শেদুর রহমান লিংকন। এদিকে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও সমন্বয় কমিটির অন্যতম সদস্য নাহারুল ইসলাম মাস্টারের নেতৃত্বে প্রভাত ফেরী ও সকাল ১০টার দিকে দর্শনা রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চের আলোচনায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য শফিউল আজম তোতা, মোমিনুল ইসলাম, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, জেলা ছাত্রদলনেতা মামুন, আলতাফ হোসেন, আজিজুল ইসলাম বিদ্যুৎ, থানা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সামাউল হাসান, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মোহাম্মদ রানা, দর্শনা কলেজে ছাত্রদলের আহ্বায়ক ফজলুল রহমান, যুগ্মআহ্বায়ক হুসাইন, সাফায়ত জামাল পাপ্পু, আসিফ হাসান, সোয়েব, যুবদল নেতা নাসির উদ্দীন খান হাসু, যুবদলনেতা আকাশ খান, জিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম সিদ্দিকী মজনু।
দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য হাজি মশিউর রহমান, রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু ও লুৎফর রহমানের নেতৃত্বে প্রভাতফেরীতে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ প্রমুখ।
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য, পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক শাহ মুকুল ও সমন্বয় কমিটির সদস্য ইকবাল হোসেনের নেতৃত্বে প্রভাতফেরীতে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য মালেক ম-ল, দর্শনা পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি হাবিবুল্লাহ বিশ্বাস, থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি নজির আমিন, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, তোফাজ্জেল হোসেন তুফান, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, সাইফুল, ফারুক, সোনা, পলাশ, রাজ্জাক, বকুল শাহ, মজিবর, লুতফর রহমান রুনু, বাবু, জলিল, নাসির, রিপন, কামাল, সাহাবুল, কুটি, আমিনুল, রবিউল, আজাদ, থানা যুবদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক টুটুল শাহ। দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, দর্শনা পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক অপু সুলতান, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, যুবদল নেতা রুহিন, স্বেচ্ছাসেবক দলনেতা সজীব, সানোয়ার, সমীর শাহ, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, যুবদল নেতা জনি, সুজন, মিলন, খলিল, চঞ্চল, শেরআলী, রিপন, সম্রাট, ছাত্রদল নেতা ইকবাল, সবুজ, সালাউদ্দিন, রুবেল, হাসান, সুমন, লোকমান, নাফিস, রুপম, সজীব প্রমুখ।
এ দিকে সকালেই দর্শনা বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপু প্রমুখ।
এছাড়া কেরুজ চিনিকল কর্তৃপক্ষ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করেছে। জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ শেষে কেরুজ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে আলোচনাসভা। এ সভায় প্রধান অতিথি ছিলেন, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। বিশেষ অতিথি ছিলেন, মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন সাহা, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) রাজিবুল হাসান, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম প্রমুখ। দুপুরে জুম্মার নামাজের পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের আয়োজনে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. কামাল উদ্দীন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদু শাহ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল হাসান তনু। প্রভাষক মিল্টন কুমার সাহার সঞ্চালনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মো মামুনুর রশিদ।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপি যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকাল ৭টায় কার্পাসডাঙ্গা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ইউনিয়ন বিএনপির কার্যলয়ে পতাকা উত্তোলন এবং দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল্লাহ আল মামুন এরশাদ, উপজেলা বিএনপি নেতা শাহজাহান আলী, সাইদ ম-ল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুল মতিন খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুল কাদের, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম.ডি.কে সুলতান, বিএনপি নেতা মিজানুর রহমান, আব্দুল মালেক, আবুল বাশার, আবু তালেব, আতিয়ার রহমান মালিতা, রফিকুল বিশ্বাস, সাজিবর রহমান মেম্বার, কৃষকদল নেতা আবুল হাসেম, আহসান খান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মমিন, সদস্য সচিব খাইরুল ইসলাম, যুগ্মআহবায়ক আমির হামজা, মো. শাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা ওমিদুল ইসলাম, মানিক মিয়া, রাসেল, যুবদল নেতা কবির, দেলোয়ার, শামীম, তরিকুল, সুমন, খালিদ, মো. সেলিম, আসাদ, ডালিম, হযরত, পলাশ, শিলন, মিরা, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুর রহমান ঝন্টু, জাহাম্মদ আলী, খালিদ হাসান, পলক, মো. দেলোয়ার, সাইদুর রহমান, রাশেদ, কলেজ ছাত্রদল নেতা সাজিদুল ইসলাম সাজিদ, রায়হান আলী, সোহেল রানা, রকিবুল।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার চারুলিয়া হাইস্কুলে র‌্যালি শেষ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দৌলতুজ্জামান খাঁন, চারুলিয়া পুলিশ ক্যাম্প অফিসার ইনচার্জ ফিরোজ আলী, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, তাজম আলী, বদিউজ্জামান, শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোখলেছুর রহমান, জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন, তাহমিনা খাতুন, নাসরিন আক্তার, শারমিন খাতুন প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও অন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে সদ্য নির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। রাত ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীনের নেতৃত্বে উপজেলা প্রশাসন শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এসি (ল্যান্ড) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ^াস, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা সমবায় অফিসার নূর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। জীবননগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জীবননগর থানা, জীবননগর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জীবননগর প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক সমিতি, জীবননগর উপজেলা বিএনপি, জীবননগর পৌর বিএনপি বিএনপির অঙ্গসংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও উপজেলা যুবউন্নয়ন অফিস শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়াও উপজেলার ৪টি কলেজ, ২৩ মাধ্যমিক বিদ্যালয় ৭১ প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা তারে স্ব-স্ব প্রতিষ্ঠানের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। মাদরাসাগুলো র‌্যালি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও উপজেলা প্রশাসেনর উদ্যোগে শিশুদের রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা, দেশত্ববোধক গানের অনুষ্ঠান ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জামায়াতে ইসলামী জীবননগর পৌর শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তার্বিয়া সেক্রেটারি চুয়াডাঙ্গা জেলা শাখা জিয়াউল হক। পৌর আমির মাও. ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাও. সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হুসাইন। পৌর যুববিভাগ সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও জামায়াত নেতা আহমদ আলীসহ জীবননগর পৌর দায়িত্বশীলসহ ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ ও যুব বিভাগের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, জীবননগরে ভৈরব সাহিত্য সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শতকাল শুক্রবার বিকেল ৩টার সময় ভৈরব সাহিত্য সংসদের কার্যালয়ে সংসদের সভাপতি ডা. ইছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সাহিত্য সংসদের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ রুহুল আমিন মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভৈরব সাহিত্য সংসদের সহ-সভাপতি আজিজ হোসেন, সহ-সভাপতি সাংবাদিক মাজেদুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক কবি আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কবি খলিলুর রহমান। অনুষ্ঠানে একুশের কবিতা পাঠ করেন কবি নজরুম ইসলাম, নাহিদ হাসান, খলিলুর রহমান, হাফিজুর রহমান, শ্রী শংকর প্রামাণিক, ইব্রাহিম খলিল ও আরিফুল ইসলাম সবুজ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্মআহ্বায়ক অ্যাড, কামরুল হাসান। বিএনপির অপর পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির দলীয় নেতা-কর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন যুগ্মআহ্বায়ক আশিক রাব্বিসহ অন্য শিক্ষার্থীরা। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। অপরদিকে, মেহেরপুর জেলা বিএনপি গতকাল শুক্রবার সকাল ১০টায় কাথুলী মোড় থেকে একটি শোক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্মআহ্বায়ক আমিরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান সাতু, আনছারুল হক, আব্দুল্লাহ, হাফিজুর রহমান হ্যাপি, জাকির হোসেন, ওমর ফারুক লিটন, মশিউর রহমান, রোমানা আহমেদ, আখেরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, আব্দুল লতিফ, মোশিউল আলম দ্বীপু, নাহিদ আহমেদ, হাফিজুর রহমান, সৌরভ, জনি প্রমুখ।
এদিকে, মেহেরপুরে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে রজব কোচিং সেন্টারের হল রুমে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর মেহেরপুর জেলা শাখার সভাপতি ও খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি ফরহান ইসরাক, ভাইস প্রেসিডেন্ট কোহেলি, প্রিন্স অর্নব, রজনী, নিলা, প্রেম রাজ প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More