চুয়াডাঙ্গা-মেহেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার: নারীদের ওপর সম্প্রতি যে জঘন্য হামলার খবর আসছে, তা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এটি ‘নতুন বাংলাদেশ‘-এর যে স্বপ্ন আমরা দেখছি, তার সম্পূর্ণ বিপরীত। আমরা এ নতুন বাংলাদেশে নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এ অধিকার প্রতিষ্ঠা করবো। তিনি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষ্যে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে ধারন করে গতকাল শনিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। পালিত কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সম্মননা প্রদান। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলে মন্তব্য করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে, যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম।‘ নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন।’ অধ্যাপক ইউনূস বলেন, ‘আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন, এর পুরোটাই তাদের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসেছেন। তেভাগা থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বাংলার নারী সমাজ সক্রিয় ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘ইতিহাসের অনেক বীর নারীদের আমরা ভুলে গেছি, তাদের অবদানের কথা জানি না। কিন্তু জুলাই কন্যাদের নেতৃত্ব ও আত্মত্যাগের কথা আমরা কিছুতেই ভুলে যেতে দেবো না।‘ প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া নারীরা বিভিন্ন সময় আমাকে তাদের সংগ্রাম ও আশা-আকাক্সক্ষার কথা জানিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সঙ্গে পুরুষদেরও সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে।’ সমাজে নারীদের ন্যায্য স্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের উৎসাহী হয়ে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘নতুন বাংলাদেশ‘-এ আমরা আমাদের প্রত্যাশিত পরিবারকে নতুনভাবে গড়তে চাই। যেটা সব মা-বাবা, ভাইবোনের নিশ্চিত ও স্বীকৃত অধিকারের পরিবার।‘ প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয়, অনুপ্রেরণা আর সাহস জোগায়। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন, তাদের প্রতি আহ্বান জানাই, যত বাধাই আসুক না কেন, ইতিহাস আমাদের যে সুযোগ করে দিয়েছে, সে সুযোগ আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করবই। আমরা নতুন বাংলাদেশ গড়বই। এই আমাদের প্রতিজ্ঞা।’ ১৯৭৭ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় হয়। এই স্বীকৃতির মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পায়। এই বছর আন্তর্জাতিক নারী দিবসের ১১৪ বছর পূর্ণ হয়েছে।
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মওলানা কবির আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে নারী দিবসের সূচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক শাহ আলম সনি, নারী উদ্যোক্তা হেলেনা আক্তার, মিমমা সুলতানা মিতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখমাত্র তামান্না খাতুন প্রমুখ। এদিকে, চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা মহিলা দলের আলোচনাসভা, ইফতার ও সফল নারী উদ্যোক্তার সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা মহিলা দল চেম্বার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী খাতুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা জাহান, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীন, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তেজারা খাতুন, আলমডাঙ্গা পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া খাতুন, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শামসুন্নাহার পলি, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পিয়ারা বেগম ও দর্শনা উপজেলা মহিলা দলের আহ্বায়ক নিলুফা খাতুন। আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা বহ্নির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, মির্জাপুর ফরিদুল ইসলাম শিবলু, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন জোয়ার্দ্দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিলাস, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম-সম্পাদক অ্যাড. মানি খন্দকার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, চুয়াডাঙ্গা পৌর যুব দলের সদস্য সচিব আজিজুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহাম্মেদ মালিক সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এমএ তালহা, পৌর স্বেচ্ছাসেবক দলের মহলদার ইমরান হোসেন রিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মাহমুদুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের সদস্য শাহরুখ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গার সফল নারী সাবেক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুফা বেগমসহ ১০ নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। দামুড়হুদা উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, পাট উন্নয়ন কর্মকতা রিয়াজুল ইসলাম, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর রশিদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রসূল, চুয়াডাঙ্গা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্মআহ্বায়ক সানজিদা তাবাসসুমসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ আব্দুল জব্বার, ক্ষুদ্র ঋণ ও সেচ প্রকল্পের ব্যবস্থাপক হারুন অর রশীদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শরীফ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি এমআর বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সোহেল পারভেজ ও সহকারী মূখপাত্র আফিয়া আঞ্জুমান সোহা প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে মেহেরপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, উম্মে হানি, তৃপ্তি কনা বিশ্বাস।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের আমঝুপিতে নারী দিবস উপলক্ষ্যে জাতীয় নারৗ নির্যাতন প্রতিরোধ ফোরাম ও অ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউকের আয়োজনে একটি র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মউকের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক হাজি আজগর আলী। প্রধান অতিথি ছিলেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। স্বাগত বক্তব্য দেন মউকের প্রোগ্রাম ম্যানেজার নারী নেত্রী ফাহিমা খাতুন ও কাজল রেখা। প্রবন্ধ উপস্থাপন করেন এডুকেশন প্রকল্পের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শিরিন আক্তার। আরও বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রহিম, আমঝুপি ইউপি সদস্য সালমা বেগম, আরিফ হোসেন, সমাজসেবক শহীদুল্লাহ ও আব্দুর রকিব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More