চুয়াডাঙ্গা-মেহেরপুরে এনসিডি কর্মসূচির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসংক্রামক রোগ সারা বিশ্বে প্রধান মৃত্যুর প্রধান কারণ

স্টাফ রিপোর্টার: হৃদরোগে মৃত্যুর হার কমাতে চুয়াডাঙ্গা-মেহেরপুরে এনসিডি কর্মসূচির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের ফলে হার্ট এটাক, স্ট্রোক ও অন্ধত্বের শিকার হচ্ছে অধিকাংশ মানুষ। উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্মসূচির উদ্যোগে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় খুলনা বিভাগে হৃদরোগে মৃত্যুরহার কমাতে সমন্বিতভাবে কাজ শুরু করেছে। গত মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের এ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ এ কর্মশালার উদ্বোধন করেন। সিভিল সার্জন বলেন, অসংক্রামক রোগ সারা বিশ্বে প্রধান মৃত্যুর প্রধান কারণ। বিশ্বে প্রতিবছর ৪ কোটির বেশি মানুষ অসংক্রামক রোগে মৃত্যুবরণ করেন, এই হার মোট মৃত্যুর শতকরা ৭৪ ভাগ। নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে এই হার আরো বেশি। সিভিল সার্জন বলেন, আমাদের দেশে অসংক্রামক রোগে মৃত্যুর শতকরা ৩৪ ভাগ সংগঠিত হয় হৃদরোগে। ধূমপান ও তামাক বা তামাকজাতীয় দ্রব্য ব্যবহার, এলকোহল বা মদ্যপান, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রম না করার বিষয়গুলো এনসিডি জনিত দুই তৃতীয়াংশ মৃত্যুর সাথে সম্পৃক্ত। বিশ্বায়ন ও নগরায়নের ফলে বায়ূদূষণ, খাদ্যাভাস ও জীবনচারনের পরিবর্তনের ফলে অধিক মাত্রায় মানুষ অসংক্রামক রোগে বিশেষত উচ্চরক্তচাপ ও ডায়বেটিসের শিকার হচ্ছেন। এই কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনচারন পদ্ধতি পরিবর্তনের জন্য পরামর্শ প্রদান করা হবে। সিভিল সার্জন আরো বলেন, এ বছরের মধ্যে দেশে হৃদরোগ জনিত মৃত্যুরহার এক চতুর্থ অংশ কমিয়ে শতকরা ২৫ ভাগে, উচ্চ রক্তচাপের ব্যাপকতা কমিয়ে ১৮ ভাগে নিয়ে আসা এবং একই সাথে লবণ ব্যবহারের হার শতকরা ২৫ ভাগ কমানোর পরিকল্পনা বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এনসিডি কর্ণারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস সহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকার বিনামূল্যে স্বাস্থ্য সেবা, পরামর্শ ও ওষুধ প্রদান করছে। এদেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপের রোগী পাওয়া যায়, যা অত্যন্ত উদ্বেগজনক। এই কর্ণার গুলো থেকে প্রাপ্তবয়সী সকলকে আধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে রক্তচাপ পরিমাপ করা হবে এবং সকল রোগীর তথ্য সিম্পল এ্যাপস ব্যবহার করে সংরক্ষণ করা হবে এবং তাদের উচ্চরক্তচাপ ও ডায়বেটিস নিয়ন্ত্রণের হার মনিটরিং এর কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ), তিন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বিভাগীয় প্রোগ্রাম অফিসার মো. সাজ্জাদ হোসেন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. উদিত প্রয়াস সিকদার প্রমুখ। সারাদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেহেরপুর জানিয়েছে, হৃদরোগে মৃত্যুর হার কমাতে মেহেরপুর জেলার দুইটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারে সেবার মান উন্নত হচ্ছে। বহু মানুষ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের ফলে হার্ট এটাক, স্ট্রোক ও অন্ধত্বের শিকার হচ্ছে। উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্মসূচির উদ্যোগে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় খুলনা বিভাগে হৃদরোগে মৃত্যুরহার কমাতে সমন্বিতভাবে কাজ শুরু করেছে। গতকাল বুধবার দিনব্যাপী মেহেরপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের এ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. এ, কে, এম, আবু সাঈদ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ), দুই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বিভাগীয় প্রোগ্রাম অফিসার মো. সাজ্জাদ হোসেন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. উদিত প্রয়াস সিকদার প্রমুখ। সারাদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদগণ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More