স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজার পাড়ার এক বাড়ি থেকে এক লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় চার ভরি ওজনের সোনার গয়নাগাটি হাতিয়ে নিয়ে সটকে পড়েছে বাড়ির গৃহপরিচারিকা। এরপর থেকে গৃহপরিচারিকা হাসি খাতুন ও তার স্বামী মনিরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চুয়াডাঙ্গা বড়বাজার পাড়ার শামসুজ্জোহার বাড়িতে গত শুক্রবার কাজে আসার পর টাকা ও গয়নাগাটি হাতিয়ে নিয়ে সটকে পড়েছে হাসি। হাসি আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের লালু সর্দারের মেয়ে। তারা চুয়াডাঙ্গা পৌর এলাকার পশুহাটপাড়ায় বাসাভাড়া নিয়ে থাকতো। সেখানেও ৭-৮ মাসের ভাড়া বাকি রেখে কৌশলে বাড়ি ছেড়েছে তারা।
চুয়াডাঙ্গা বড় বাজারপাড়ার শামসুজ্জোহার স্ত্রী আসমাউল হুসনা ওরফে কাঞ্চন অভিযোগ করে বলেন, ‘হাসি খাতুন আমার বাড়িতে প্রায় এক বছর ধরে কাজ করে আসছিল। যেমনি বিশ্বাস করতাম, তেমনি ভালোও বাসতাম। গত ২৫ আগস্ট বিপদের কথা বলে আমার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয় হাসি। এরপর গত শুক্রবার সে কাজে এসে আমার ড্রয়ারে রাখা এক লাখ ৬০ হাজার টাকা ও প্রায় ৪ ভরি ওজনের সোনার গয়নাগাটি চুরি করে নিয়ে সটকে পড়ে। এরপর তাদের মোবাইল বন্ধ পাই। তাদের বাসায় গিয়েও জানতে পারি বাসা তালা মেরে পালিয়েছে। পরে মোবাইল খুললেও আমাদের মোবাইল সে রিসিভ করছে না। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি চুয়াডাঙ্গার অনেক মানুষের সাথেই প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে পালিয়েছে তারা। হাসির স্বামী মনির চুয়াডাঙ্গা শহরের একজনের একটি ইজিবাইক বিক্রি করে নিয়ে সটকে পড়েছে। শুধু তাই নয় অনেক মানুষের কাছ থেকে প্রতারণা করে পালিয়েছে তারা। আমার বাড়িতে চুরির ব্যাপারে আমি চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করেছি।