চুয়াডাঙ্গা বার নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের প্রার্থী মনোনীত – সভাপতি পদে ডালিম সম্পাদক পদে মানি খন্দকার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী নির্বাচনের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম সভাপতি পদে এবং খন্দকার অহিদুল আলম মানি সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছে।
সভায় সহসভাপতি পদে মানজার আলী জোয়ার্দ্দার হেলাল ও আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম-সম্পাদক পদে আসাদুজ্জামান মিল্টন ও শাহজামাল জামাল মনোনীত হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম সঞ্চালনা করেন। সভায় সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান গনি সালাম, এমএম শাহজাহান মুকুল, ওয়াহেদুজ্জামান বুলা, মারুফ ছরোয়ার বাবু, আ.স.ম আব্দুর রউফ, আব্দুল খালেক, সিরাজুল ইসলাম, মইনুদ্দিন মইনুল, মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, মানি খন্দকার, আসাদুজ্জামান আসাদ, বদিউজ্জামান, আহসান আলী ও হারুন-অর-রশিদসহ প্রমুখ বক্তব্য রাখেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, সভাপতি পদসহ ছয়টি পদে প্রার্থী নির্বাচন চূড়ান্ত হয়েছে। তবে, সদস্য ৯টি পদে প্রার্থী নির্বাচন শিগগিরই করা হবে।