স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক আগামী ৮ জানুয়ারি। আয়োজনে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার, বিশেষ অতিথি হিসেবে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর উপস্থিত থাকবেন। শপথ বাক্য পাঠ করাবেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন।
গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কার্যকরি কমিটির সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা উপস্থাপনার দায়িত্বপালন করেন সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। দফতর সম্পাদক আবুল হাশেম কার্যবিরণী পাঠ করেন। সহ সম্পাদক ইসলাম রাকিব, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান সেতু, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম, রফিক রহমান, ফাইজার চৌধুরীসহ উপস্থিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দ কার্যবিবরণী অনুপাতে বিষদে আলোচনা করেন। সর্বসম্মতিক্রমে নতুন কমিটির শপথ ও অভিষেক সর্বাত্মক সফল করার লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য পুনঃপুনঃ অনুরোধও জানানো হয়। গঠন করা হয় আপ্যায়ন উপ-কমিটি। এছাড়াও একজন সাংবাদিককে হাসপাতাল চত্বরে মারপিট করার ঘটনা তুলে ধরা হয়। আসামিকে গ্রেফতার করায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার, সদর থানার ওসিসহ সংশ্লিষ্টদের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করা হয়।
অপরদিকে একই সময়ে একই স্থানে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি নাজমুল হক স্বপনের সভপতিত্বে কার্যকরি কমিটির সভা সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ উপস্থাপন করেন। সভায় সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, অর্থ সম্পাদক উজ্জ্বল মাসুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, কার্যকরি সদস্য জহির রায়হান সোহাগ, সোহেল সজীব, পলাশ উদ্দীন প্রমুখ উপস্থিত থেকে মতামত পেশ করেন। সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাথে অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বলা হয়, সকল সদস্যকে অবশ্যই আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে গৃহীত কর্মসূচি সর্বাত্মক সফল করতে হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ