চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত শরীফুজ্জামান শরীফ তরুণ সাংবাদিকদের যোগ্য ও উপযোগী করে গড়ে তোলার আহ্বান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য শরীফুজ্জামান শরীফ এবার সহকর্মী সাংবাদিক বন্ধুদের কাছে ভালোবাসায় সিক্ত হলেন। স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ গত ২৩ নভেম্বর জেলা বিএনপির কাউন্সিলে গোপন ব্যালটে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গতকাল মঙ্গলবার বিকেলে প্রাণের প্রতিষ্ঠান প্রেসক্লাবে প্রথমবারের মতো উপস্থিত হলে সকল সাংবাদিক সম্মিলিতভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে সম্মানিত করেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে এদিন অনুষ্ঠিত বিশেষ সভায় শরীফুজ্জান শরীফ গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি এ সময় মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠান ও সদস্যদের সম্মানের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পারষ্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরে খোলামেলা বক্তব্য রাখেন। তরুণ সদস্যদের প্রেসক্লাবে স্বাগত জানিয়ে বলেন, তুলনামূলক সিনিয়র সহকর্মীদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভালো যা কিছু তা শিখতে হবে এবং নেতৃবৃন্দসহ সিনিয়রদের প্রতি আহ্বান জানান যে, যেহেতু আজকের তরুণ সাংবাদিকরাই আগামী দিনে প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। তাই, তাদেরকে যোগ্য ও উপযোগী করে গড়ে তুলতে হবে। এ জন্য যা যা করার সবই করতে হবে। অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতোই প্রেসক্লাবের মতো পবিত্র প্রতিষ্ঠানকে যেভাবে দলীয় লেজুড়বৃত্তিতে জড়ানো হয়েছিলো, আগামীতে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে কলম চালাতে হবে। উন্নয়নের প্রশ্নে চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে আপসহীনভাবে কাজ করতে হবে।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি সরদার আল আমিন, প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আজাদ মালিতা ও শাহ আলম সনি, সদস্য শেখ সেলিম, এমএম আলাউদ্দীন, মাহফুজ উদ্দিন খাঁন, এমএ মামুন, রিফাত রহমান, ফাইজার চৌধুরী, আলমগীর কবীর শিপলু, মফিজ জোয়ার্দ্দার, খাইরুজ্জামান সেতু, হুসাইন মালিক, মেহেরাব্বীন সানভী প্রমুখ। প্রায় সকল সদস্যের উপস্থিতিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবন এদিন সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.