স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী। গতকাল শনিবার পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে; দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম সোহেলকে গত ৮ জানুয়ারি তার পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে দলীয় কর্মকান্ড চলমান রাখার জন্য ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব দেয়া হলো।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.