চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ত্র সংগ্রহের শেষদিন আজ : আগামী ৩০ জানুয়ারি ভোট
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। গতকাল মঙ্গলবার দু’জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ বুধবার আরও এক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। আগামী ৩০ জানুয়ারি শনিবার ইভিএম’র মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। গত ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার ভিমরুল্লাহ’র বিল্লাল হোসেন বেল্টু কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে প্রচারণার শেষ দিকে গত ২৩ ডিসেম্বর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিল্লাল হোসেন বেল্টুর মৃত্যুর কারণে নির্বাচন কমিশন ১নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেন। পরে গত ৩ জানুয়ারি নির্বাচন কমিশন চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের পুনঃতফশিল ঘোষণা করেন। পুনঃতফশিলের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ বুধবার।
নির্বাচনে কাউন্সিলর পদে দু’জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন মরহুম বিল্লাল হোসেন বেল্টুর স্ত্রী ভিমরুল্লাহ’র মোছা: কামরুন্নাহার ও কেদারগঞ্জপাড়ার সাবেক কাউন্সিলর রমজান আলী চাঁন্দু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার সিএন্ডবিপাড়ার ওয়াশিমুল হক মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এর আগে ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে আব্দুল মালেক, আলমগীর হোসেন, গোলজার হোসেন পিন্টু, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, মোমিনুর রহমান ও মুনসুর আলী মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ বলেন, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র নতুন তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১নং ওয়ার্ডে যেসকল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নতুন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।