চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ১০ কার্যদিবসের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে ৫ শিক্ষকের মধ্যে থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের আদেশ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে চিঠি প্রদান। ১০ কার্যদিবসের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে ৫ শিক্ষকের মধ্যে থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের আদেশ দেয়া হয়েছে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর পক্ষে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের কমিটির সভাপতি/গভর্নিং বডি বরাবর প্রেরণ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক শামীমা সুলতানা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু কলেজে পদার্থবিজ্ঞান বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি না হওয়ায় শামীমা সুলতানা এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন সম্পূর্ণ বিধি বহির্ভূত। এমতাবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ এর ধারা ৪ এর উপধারা ২(র) ও (রর) ধারা মোতাবেক অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা এর পরিবর্তে উপাধ্যক্ষ/জ্যেষ্ঠতম ৫ (পাঁচ) জন শিক্ষকের মধ্যে হতে যেকোন ১ (এক) জন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান সংক্রান্ত রেজুলেশন, এমপিও শিটের কপি, দায়িত্ব প্রদান সংক্রান্ত পত্র, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদানপত্র ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অধিভুক্তি নবায়নের কপিসহ বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.