চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে আবারও তালা : সরানো হলো নেমপ্লেট

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ বিষয়ে জটিলতা যেন কাটছেই না। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন নীতিমালার আলো-আঁধারি খেলায় চুয়াডাঙ্গার এ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক প্রধান নিয়ে নানা জটিলতা বেঁধেই রয়েছে। তবে গত ১১ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে স্বাক্ষরিত একটি পত্র সবকিছু পরিষ্কার করে দিয়েছে বলে জানান কলেজের শিক্ষার্থীরা। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের গভার্নিং বডি বরাবর প্রেরিত ওই পত্রের কথা জেনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবারো ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে ঝুলিয়ে দিয়েছে তালা। সরিয়ে দিয়েছে সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানার নেমপ্লেট।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, এতদিন ভেবেছিলাম পৌর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সিদ্ধান্তই সঠিক। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেরিত পত্রের মাধ্যমে আমরা জানতে পেলাম, নিয়ম বহির্ভূতভাবেই শামীমা সুলতানা ম্যাডামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছিলো। আমরা এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে বলতে চাই বিধি সম্মতভাবে যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার কথা তাকেই দেয়া হোক। সেই হিসেবে আমরা যেটি জেনেছি, সেই আলোকে পাঁচজন জ্যেষ্ঠতম শিক্ষকের মধ্য থেকেই একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাবেন। আমাদের মতে সর্বদিক থেকে সিনিয়র, অভিজ্ঞতা সম্পন্ন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন আরা খাতুনকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া উচিত। আমাদের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নিয়োগ হোক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফিরে আসুক শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ও শৃঙ্খলা, তৈরি হোক শিক্ষার ভালো পরিবেশ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত পত্রের ব্যাপারে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা চিঠি পেয়েছি। প্রাপ্ত চিঠির প্রেক্ষিতে সংশ্লিষ্ট যে আইন আছে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More