স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন হয়েছে। ফরিদা খাতুনের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গার পৌর সভাপতি সিরাজুল ইসলাম মনি। জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিক বিলকিস জাহান নাসরিন, পৌর যুবদলের যুগ্মআহবায়ক লালন সরদার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক সাইমুম ইসলাম শান্ত প্রমুখ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ফরিদা খাতুনকে সভাপতি, জাকিয়া খাতুনকে সহসভাপতি, জোসনাকে সাধারণ সম্পাদক, আমেনা খাতুনকে সাংগঠনিক সম্পাদক ও শাহানা খাতুনকে সহ-সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আমেনা খাতুন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.