স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) দিল আরা চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার খেলাধুলা ও খেলা পরিচালনা বিষয়ক বেশ কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনাসভায় জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা ক্রীড়া সমিতির গঠনতন্ত্র অনুযায়ী জেলার শারীরিক শিক্ষার শিক্ষকদের মধ্যে থেকে একজনকে সহ-সম্পাদক হিসেবে মনোনীত করার জোর প্রস্তাব করা হয়। এছাড়া গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধুলায় শিক্ষা বোর্ড ও উপ-অঞ্চল থেকে যে সরকারি অনুদান আসে সেটি কি পরিমাণ, কখন আসে এবং কিভাবে সেটি খরচ করা হয়; সে বিষয়ে খোলামেলা আলোচনা হয়। প্রতিবছর জেলা থেকে যে খেলোয়াড়গুলো দলীয় ও এককভাবে চ্যাম্পিয়ন হয়ে উপ-অঞ্চলে প্রতিনিধিত্ব করতে যায় তাদেরকে জেলা শিক্ষা কার্যালয় থেকে যাওয়া বাবদ খরচ দেয়ার বিধান আছে কি-না সে বিষয়েও কথা হয়। এছাড়া জেলা পর্যায়ের খেলাধুলা জেলা পর্যায়ের খেলাধুলা বিষয়ক সভা ও খেলা পরিচালনার জন্য ৪টি উপজেলার দক্ষ শারীরিক শিক্ষার শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসারদেরকে তাগিদ দেয়ার বিষয়েও কথা হয়। একই সাথে জেলা পর্যায়ের খেলাধুলার সম্ভাব্য বাজেট মিটিংয়ে উপস্থাপন এবং পরবর্তী খেলার মিটিংয়ের সময় গত খেলাধুলার, উদ্বৃত্ত বা ঘাটতি উল্লেখ করে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়। সেই সাথে আয় অনুযায়ী খেলোয়াড়দের পুরস্কারের মান যেন যথোপযুক্ত হয় সেটি নিয়েও আলোচনা হয়। আলোচনা অনুষ্ঠানের প্রতিটি এজেন্ডা গুরুত্ব সহকারে শ্রবণ করে জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রউফুন্নাহার রিনা, জেলা কমিটির বর্তমান সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক বাবলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, শিক্ষক নেতা জেএস রফিকুল ইসলাম, মহাসিন কামাল, রফিকুল ইসলাম, আব্দুল হাই প্রমুখ।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.