স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ভিপি কৌশলী নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র সিভিল আইনজীবী অ্যাড. একলাছুর রহমান কাজল। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে (ভূমি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তুষার আহমেদ স্বাক্ষরিত এক পত্রে তার নিয়োগ দেয়া হয়। জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের পতনের পর, পূর্বের আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিল পূর্বক সারাদেশের জজ কোর্টে জিপি, পিপি, এজিপি, এপিপি নতুন করে নিয়োগ দেয় সরকার। কিন্তু চুয়াডাঙ্গা জেলায় নতুন ভিপি নিয়োগ বাকি ছিলো। চুয়াডাঙ্গা জেলায় অর্পিত সম্পত্তি সংক্রান্ত মামলা সরকার পক্ষে পরিচালনার জন্য গত ২৪ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তুষার আহমেদ স্বাক্ষরিত এক পত্রে চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র সিভিল আইনজীবী অ্যাড. একলাছুর রহমান কাজলকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের শ্রীকোল গ্রামের আয়ূব নবীর ছেলে। একলাছুর রহমান কাজল বর্তমানে চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার স্থায়ী বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। সদালাপী, মিষ্টভাষী অ্যাডভোকেট কাজল তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন এবং দোয়া চেয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.