চুয়াডাঙ্গা জেলা বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার
তারেক রহমানের নির্দেশে ঐক্য প্রক্রিয়ায়
স্টাফ রিপোটার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতারা সংগঠনের স্বার্থে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছেন। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলকে আরও সুসংহত করতে দলীয় নেতা-কর্মীরা জেলা বিএনপির সভাপতি মাহমুদ খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে এক প্লাটফর্মে এসে ঐক্য প্রকাশ করেছেন। গতকাল সোমবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এ সময় জেলা বিএনপির সঙ্গে ঐক্য প্রকাশ করেন জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক অ্যাড. আ.স.ম রউফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুল, আবু জাফর মন্টু, সাবেক যুবদল নেতা ইমরুল হাসান মুকুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সভায় বক্তারা বলেন, দেশের সংকটময় মুহূর্তে দলের প্রতিটি স্তরে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ষড়যন্ত্রের যেকোনো চক্রান্ত মোকাবিলায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নেতারা জানান, ব্যক্তি স্বার্থ নয়, সংগঠনের স্বার্থকে সর্বাগ্রে স্থান দিয়েই তারা সামনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখবেন। আগামী আন্দোলন ও কর্মসূচিগুলো সফল করতে সাংগঠনিক ঐক্যের বিকল্প নেই। দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ ও শক্তির সঞ্চার ঘটেছে, যা জাতীয় পর্যায়ে বিএনপির আন্দোলনকে আরও বেগবান করবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গায় বিএনপিকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে সামনে রেখে সব ষড়যন্ত্র রুখে দিতে আমরা বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ‘জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের চলমান আন্দোলনে চুয়াডাঙ্গা জেলা বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে আরও দৃঢ়ভাবে ভূমিকা রাখতে আমরা প্রস্তুত। চুয়াডাঙ্গায় বিএনপির ঘাঁটি আরও মজবুত করতে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় এই ঐক্য দলকে আরও মজবুত ভীতে পরিণত করবে।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.