পাঁচমাইল প্রতিনিধি: আগামী ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা বিএনপির জনসভা উপলক্ষে শ্রমিক ইউনিয়ন সরোজগঞ্জ শাখার উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সরোজগঞ্জ বাজারে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রমিক ইউনিয়ন সরোজগঞ্জ শাখার সভাপতি শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির শ্রমিকদলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপির নেতা বিল্লাল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সরোজগঞ্জ শাখার সদস্য গোলাম মোস্তফা সুন্দর আলী, দেলোয়ার হোসেন, কাউসার, খোকন মিয়া, ফারুক, শফিকুল, বকুল, রবিউল, ইদ্রিস ড্রাইভার, মুক্তার আলী, মাসুদ মৃধাসহ শ্রমিক ইউনিয়ন সরোজগঞ্জ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শ্রমিক ইউনিয়ন সরোজগঞ্জ শাখার কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম লিন্ট।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার রাহেলা খাতুন গার্লস একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.